Sunday, August 7, 2022

সিগন্যাল ল্যাম্প সহ মোটর বন্ধ করার প্রোগ্রামিং:

 সিগন্যাল ল্যাম্প সহ মোটর বন্ধ করার প্রোগ্রামিং :

একটি এ সি মটরকে অন অথবা অফ করব।  তার সাথে সিগন্যাল ল্যাম্প বা বাতি থাকবে বা ইন্ডিকেটর বাতি থাকবে যার সাহায্যে আমরা বুজতে পারব মটরটি চলছে বা বন্ধ আছে ।  


সিগন্যাল ল্যাম্প সহ মোটর বন্ধ করার প্রোগ্রামিং :
একটি এ সি মটরকে অন অথবা অফ করব।  তার সাথে সিগন্যাল ল্যাম্প বা বাতি থাকবে বা ইন্ডিকেটর বাতি থাকবে যার সাহায্যে আমরা বুজতে পারব মটরটি চলছে বা বন্ধ আছে ।  

প্রথমে স্টার্ট সুইচের জন্য একটা মেক কন্টাক্ট নিব I ১। তারপর স্টপ সুইচের জন্য একটা একটা ব্র্যাক  কন্টাক্ট নিব I ২। এরপর ওভারলোড রিলের (প্রোটেকসানের) জন্য আরেকটা ব্র্যাক কন্টাক্ট নিব I ৩ ।  আউটপুটের জন্য একটা রীলে কয়েল Q ১ নিব। এখন সব গুলির লাইন টেনে নিয়ে একসাথে কানেক্ট করি। 

লেসিং করার জন্য একটা মেক কন্টাক্ট নিব এবং Q ১ সিলেক্ট করে ওকে করে দিব। এ Q ১ কে  I ২ এর প্রান্তের সাথে সংযোগ করে দিব। এ ভাবে আমাদের লেছ করা হয়ে গেল। 
এরপর আমাদের কার হল মটরটা জ্বলার সাথে ২টা বাতি জ্বলবে। এ প্রোগ্রামিংয়ের জন্য একটা মেক কন্টাক্ট নিব I ১ এবং আউটপুট মোটর Q ১ সিলেক্ট করে ওকে করে দিব। এর মানি হল যখন মটর বা Q ১চলবে তখন আমার আউটপুটে একটি ইন্ডিকেটর বাতি জ্বলবে। তারপর আরেকটা রীলে কয়েল Q ২ আউটপুট নিতে হবে। এখন আমি যদি স্ট্রাট বাটন টিপ দি তাহলে আমার মটর ও চলবে সাথে একটি বাতিও জ্বলবে। 

এখন আমাদের কাজ হবে যখন আমাদের স্টপ বাটন টিপ দিব তখন আমাদের Q ১ মটর বন্ধ হবে এবং  Q ২ ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে। এবং আরেকটা বাতি জ্বলবে যেটা আমাকে বুজাবে যে মটরটা এখন বন্ধ আছে।

 এ প্রোগ্রামিংয়ের জন্য 

চতুর্থ  লাইনের কাজ : মটর কে অফ করা , Q ২ লাইটকে অফ করা, Q ৩ লাইট জ্বালানো 

চতুর্থ  লাইনের প্রথম ব্র্যাক  কন্টাক্ট ( অপ সুইচের)  এর কাজ:  মটর বন্ধ লাইট অফ :
মটর বন্ধ : একটা ব্র্যাক  কন্টাক্ট নিবো কারন হল অফ করব। এটা দিয়ে কাকে বন্ধ করব ? Q ১ কে বন্ধ করবো। তার জন্য ব্র্যাক  কন্টাক্ট এর সাথে Q ১ কে সিলেক্ট করে দিব ।

চতর্থ লাইনের দ্বিতীয়  ব্র্যাক  কন্টাক্ট এর কাজ: একটিভ পাওয়ার  Q ২ কে অফ করা  : 
লাইট অফ: সাথে সাথে কাকে অফ করতে হবে? একটিভ পাওয়ার  Q ২ কে অফ করতে হবে। 

চতর্থ লাইনের ত্রিতীয়  কাজ হল: মটর না চললে অন্য একটি লাইট জ্বলানো :
এর জন্য রীলে আউট থেকে  Q ৩ নিব।  




প্রথম লাইন :
স্টার্ট এর জন্য I ১ (মেক কন্টাক্ট) 
স্টপ এর জন্য I ২ (ব্র্যাক কন্টাক্ট) 
ওভারলোড রিলের জন্য I ৩ (মেক কন্টাক্ট) 
মটরের  জন্য Q ১ (রীলে কয়েল) 

দ্বিতীয় লাইন: 
 লেসিং  এর জন্য I ১ (মেক কন্টাক্ট)
 পুশ করলে যাতে মটর বন্ধ হয়ে না যায়।  সে জন্য লেসিং করা হয়েছে।  লেসিং এর জন্য I ১ (মেক কন্টাক্ট) এর সাথে  Q ১ (রীলে কয়েল) এর সাথে ইনপুট  করা হয়েছে। 

তৃতীয় লাইন : 
স্টার্ট সুইচ  I ১ (মেক কন্টাক্ট) 
 বাতির জন্য Q ২ (রীলে কয়েল) 
মটর চললে যেন বাতি জ্বলে তার জন্য স্টার্ট সুইচ  I ১ (মেক কন্টাক্ট) 
এর সাথে  মটর  Q ১ (রীলে কয়েল) ইনপুট নিয়ে লেসিং করা হয়েছে ।   জন্য  Q ২ (রীলে কয়েল) নেয়া হয়েছে।  

চতুর্থ লাইন :
লেসিং এর জন্য ব্র্যাক কন্টাক্ট নিব I ১।  লেসিং হবে Q ১ (রীলে কয়েল) 
লেসিং এর জন্য ব্র্যাক কন্টাক্ট নিব I ১। লেসিং হবে Q ২ (রীলে কয়েল) 
বাতির জন্য Q ৩ (রীলে কয়েল)












No comments:

Post a Comment

মেকানিকাল প্রশ্ন

 লুব্রিকেন্ট এর প্রধান শত্রু সিলিকা।  কংক্রিকেটের এর প্রধান সালফার।  ইঞ্জিনে লুব্রিকেন্ট কিভাবে হয় ? এক্সকেভেটর কি দিয়ে পরিমাপ করা হয় ? ওয়েট...