Saturday, August 6, 2022

পি এল সি প্রোগ্রামিং দ্বারা ইন্ডাকশন মটর চালানো

 পি এল সি  প্রোগ্রামিং দ্বারা কিভাবে ২২০ ভোল্ট ইন্ডাকশন মটর চালানো হয় 

ইন্ডাকশন মটর অন অফ সিস্টেম : শর্ত যখন স্টার্ট বাটন টিপ দিয়ে ছেড়ে দিব তখন মটর চলতে থাকবে। যতক্ষন না স্টপ বাটন টিপ দিব। ততক্ষন পর্যন্ত আমার মটর চলতে থাকবে। 

পাওয়ার সাপ্লাই : পাওয়ার সাপ্লাই ২২০ ভোল্টকে ২৪ ভোল্টে পরিনত করে।  হলুদ তার +২৪ ডি সি ভোল্ট। কালো তার গ্রাউন্ড। 

স্ট্রাট সুইচ : পাওয়ার সাপ্লাই হতে স্টার্ট সুইচে যেটি গেছে সেটি +২৪ ডি সি ভোল্ট। 

পি এল সি এর এল +:  পি এল সি এর এল + যায় +২৪ ভোল্ট ডি সি । এল + বায়েসিং করলাম।  

মেগনেটিক কন্টাক্টর : মেগনেটিক কন্টাক্টর এর এ -১ থাকে পজিটিভ কারেন্ট এবং কন্টাক্টর এ -২ নিউট্রাল থাকে   কারেন্ট । 



ল্যাডার ডায়াগ্রাম: 

১. অন বা স্টার্ট সুইচ: মেক কন্টাক্ট I -১  নিলাম। I -১ হচ্ছে আমার স্টার্ট সুইচ । সিমুলেশন এ গিয়ে I -১ কে মোমেন্টারি মেক কন্টাক্ট  করে দি। কারন এটিকে আমরা সুইচ হিসাবে দেখব। 

২. স্টপ বা অপ সুইচ: ব্র্যাককন্টাক্ট I -২ নিলাম। I -২ হচ্ছে আমার স্টপ  সুইচ । এটিকে স্টপ পুশ বাটনের মত কাজ করব।  সিমুলেশন এ গিয়ে I -২ কে মোমেন্টারি মেক কন্টাক্ট করে দি। কারন এটিকে আমরা সুইচ হিসাবে দেখব। 

৩.  মটর বা আউটপুট : রীলে কয়েল দ্বারা আউটপুট মটর Q ১ নিব। 

৪. I -১ + I -২ +Q ১ কে কানেক্ট করি। 

৫. লেসিং: লেসিং করার জন্য মেক কন্টাক্ট I -১  নিলাম। এর পর Q ১ সিলেক্ট করে দিব লেসিং করার জন্য। এখন  I -১ কে Q ১দেখাবে।  এ Q -১ I -২  এর সাথে কানেক্ট করে দিব।  পুশ বাটন টিপ দিয়ে ছেড়ে দিলে যেন মটর বন্ধ হয়ে না যায় এ শর্ত পূরণ করার জন্য লেসিং করা হয়। লেসিং করলে স্টপ বাটন টিপ না দেয়া পর্যন্ত মটর চলতে থাকবে।  

লেসিং করার পর I -১ চেপে ছেড়ে দিলে মটর চলতেই থাকবে। যথক্ষন না আমি I -২ চাপবো।  লেসিং এর Q ১ কিন্তু ভার্চুয়াল। প্রাক্টিক্যাল কাজে আমরা এটিকে দেখবনা।  এটা জাস্ট ল্যাডার ডায়াগ্রামে থাকবে। এ Q ১ তা আউটপুটের Q ১ কে লেছ করে বা ধরে রাখে। 


৬. সিমুলেশন: সিমুলেশন করে দেখব। I -১ চিপ দিয়ে ছেড়ে দিলে Q -১ (মটর ) চলছে।  I -২ চিপ দিয়ে ছেড়ে দিলে Q -১ (মটর ) বন্ধ হয়ে যাবে।  বা পুরা সিস্টেমটা বন্ধ হয়ে গেলো। 

ইচ্ছা করলে এখানে আমরা ওভারলোড রীলে হিসাবে I -৩ নিতে পারি। 

৭. ওভারলোড রীলে: ব্র্যাককন্টাক্ট I -৩ নিলাম। I -৩ হচ্ছে আমার ওভারলোড রীলে। এটিকে ফিউজের মত কাজ করব।  এটি দিলে পি এল সি এর কনো ত্রুটির কারনে মটরের ক্ষতি হবে না আবার মটরের ত্রুটির কারনে পি এল সি এর ক্ষতি হবে না।  আমরা চাইলে এ সেফটি তা ইউজ করতে পারি ওভারলোড রীলে হিসাবে। I -৩ ফিউজ।  

৮. সতর্কতা:  প্রোগ্রাম করলাম সুইচ এর আর বাস্তবে আমি  পুশ বাটন লাগলাম তা হলে আমার প্রোগ্রাম একুরেট হবে না। প্রোগামিং এ যেটা করা আছে বাস্তবে সেটাই করতে হবে।




No comments:

Post a Comment

মেকানিকাল প্রশ্ন

 লুব্রিকেন্ট এর প্রধান শত্রু সিলিকা।  কংক্রিকেটের এর প্রধান সালফার।  ইঞ্জিনে লুব্রিকেন্ট কিভাবে হয় ? এক্সকেভেটর কি দিয়ে পরিমাপ করা হয় ? ওয়েট...