Wednesday, August 3, 2022

পি এল সি এর প্রোগ্রামিং

 ১টা ইনপুট ২ টা আউটপুট এর প্রেক্টিকাল কানেকশন কি রকম হবে :



ইনপুটে +২৪ ভোল্ট ডিসি ব্যবহার করব। যদি ২৪ ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকে। সে পাওয়ার সাপ্লাই এ  পেজ , নিউট্রল এবং  ২৪ ভোল্ট পজিটিভ এবং গ্রাউন্ড এ অপশন দেয়া থাকে। পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারী থেকে পাওয়ার নেয়া যায়। 

চিত্রে ২৪ ভোল্ট ডিসি পজিটিভ যেটা লাল তার সেটা পুশ সুইচের এক প্রান্তে লাগানো হয়েছে। অন্য আরেক প্রান্তকে পি এল সি এর ইনপুট পয়েন্ট আই ১(I -১) এর সাথে লাগানো হয়েছে। 


ইনপুট বায়েচিং: 

এল +  (L +) কালো তারের সংযোগ হল পজিটিভ বায়েচিং।  মানে  পি এল সি এর পজিটিভ বা লাল তারের কানেকশন । একে পি এল সি এর বায়েচিং ও বলা হয়। পি এল সি এর এম (M )হচ্ছে গ্রাউন্ড বা কালো তারের সংযোগ।  একে পি এল সি এর গ্রাউন্ড বায়েচিং ও বলা হয়। 

আউটপুট বায়েচিং: 

AC পেজের (P ) পজিটিভ  লাল তার সংযোগ করা হয়েছে কিউ -১ এর সাথে। পি এল সি আউটপুট এর এম (M ) এর লাল বা পজিটিভ তার চলে গেছে লোডের পজিটিভ সংযোগের সাথে। আবার পি এল সি অন্য আউটপুট এর এম (M ) এর লাল বা পজিটিভ তার চলে গেছে লোডের কিউ -২ পজিটিভ সংযোগের সাথে। ।  লোডের নিউট্রাল ২ টা কমন করে সংযোগ করা হয়েছে।


২টা ইনপুট ২ টা আউটপুট এর কানেকশন এর প্রেক্টিকাল কানেকশন কি রকম হবে :



ইনপুট বায়েচিং: 

এল +  (L +) কালো তারের সংযোগ হল পজিটিভ বায়েচিং।  মানে  পি এল সি এর পজিটিভ বা লাল তারের কানেকশন । একে পি এল সি এর বায়েচিং ও বলা হয়। পি এল সি এর এম (M )হচ্ছে গ্রাউন্ড বা কালো তারের সংযোগ।  একে পি এল সি এর গ্রাউন্ড বায়েচিং ও বলা হয়। 

আউটপুট বায়েচিং: 

AC পেজের (P ) পজিটিভ  লাল তার সংযোগ করা হয়েছে কিউ -১ এর সাথে। পি এল সি আউটপুট এর এম (M ) এর লাল বা পজিটিভ তার চলে গেছে লোডের পজিটিভ সংযোগের সাথে। আবার পি এল সি অন্য আউটপুট এর এম (M ) এর লাল বা পজিটিভ তার চলে গেছে লোডের কিউ -২ পজিটিভ সংযোগের সাথে। ।  লোডের নিউট্রাল ২ টা কমন করে সংযোগ করা হয়েছে। 








No comments:

Post a Comment

মেকানিকাল প্রশ্ন

 লুব্রিকেন্ট এর প্রধান শত্রু সিলিকা।  কংক্রিকেটের এর প্রধান সালফার।  ইঞ্জিনে লুব্রিকেন্ট কিভাবে হয় ? এক্সকেভেটর কি দিয়ে পরিমাপ করা হয় ? ওয়েট...