Tuesday, August 2, 2022

প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ( পি এল সি )

প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ( পি এল সি ) 

 টপিক -১ পি এল সি কি , কেন পি এল সি কোথায় ব্যবহার করা হয়। পি এল সি ব্যবহারের ফলে কি কি সুবিধা পাওয়া যায়। 

টপিক ২- পি এল সি কিভাবে ভিবিন্ন রকম ডিভাইস কে কন্ট্রোল করে।  পি এল সি ডিজিটাল সিগন্যাল , এনালগ সিগন্যাল এবং পালস ট্রেনছের মাধ্যমে ভিবিন্ন রকম ডিভাইস কে কন্ট্রোল করে। কি ভাবে পি এল সি ডাটা প্রসেস করে।  ইনপুট থেকে সিগন্যাল নিয়ে কিভাবে আউটপুটে সিগন্যাল জেনারেট করে 

টপিক ৩ পি এল সি এর ইনপুট আউটপুট ওয়ারিং।

টপিক ৪  ইনপুট আউটপুট  এড্র্রেসিং , মেমোরি ।



পি এল সি ব্যবহার করা ডিজিটাল ও এনালগ ইনপুট ডিভাইস :

১. মেকানিক্যাল সুইচ ২. প্রোক্সিমিটি সুইচ ৩. ফটোইলেকট্রিক সুইচ ৪. ইনকোডার ৫. টেম্পারেচার সুইচ ৬. পটেনশিওমিটার ৭. লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার ৮.স্ট্রেইন গেজ ৯. থার্মিস্টর ১০. থার্মোরেজিস্টর ১১. থার্মোকাপল 

পি এল সি ব্যবহার করা আউট পুট ডিভাইস :

১. রিলে ২. কন্ট্রাক্টর ৩. সলিনয়েড ভালভ ৪. মটর 

পুশ সুইচ:
পুশ সুইচ এর ব্যবহার :কোন কিছু অন বা অফ করার জন্য এটি ব্যবহৃত হয়। 



OFF-অন সুইচ ব্যবহার করার জন্য নরমালি ওপেন (N/O) ব্যবহার করতে হবে। 
ON-অফ সুইচ ব্যবহার করার জন্য নরমালি ক্লোজড (N/C)  ব্যবহার করতে হবে। 



Unique Engineering Company







No comments:

Post a Comment

মেকানিকাল প্রশ্ন

 লুব্রিকেন্ট এর প্রধান শত্রু সিলিকা।  কংক্রিকেটের এর প্রধান সালফার।  ইঞ্জিনে লুব্রিকেন্ট কিভাবে হয় ? এক্সকেভেটর কি দিয়ে পরিমাপ করা হয় ? ওয়েট...