Friday, September 30, 2022

মেকানিকাল প্রশ্ন

 লুব্রিকেন্ট এর প্রধান শত্রু সিলিকা। 

কংক্রিকেটের এর প্রধান সালফার। 

ইঞ্জিনে লুব্রিকেন্ট কিভাবে হয় ?

এক্সকেভেটর কি দিয়ে পরিমাপ করা হয় ? ওয়েট দিয়ে (টন )

পাম্প কত প্রকার ? দুই প্রকার 

ইঞ্জিনের হার্ট কি ? অয়েল পাম্প 

Saturday, August 20, 2022

কিভাবে সুইচ দিয়ে লোড কে কন্ট্রোল করা হয়

 কিভাবে সুইচ দিয়ে লোড কে কন্ট্রোল করা হয় অর্থাৎ ইনপুটের সাহায্যে কিভাবে আউটপুট কে কন্ট্রোল করা হয় । plc এর ইনপুট গুলিকে I দ্বারা প্রকাশ করা হয় এবং আউটপুট গুলিকে Q দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার লাইন ওপেন কন্টাক্ট টি ক্লোজ হলে পাওয়ার লোডে চলে আসবে এবং Q১ অন হবে । 

Thursday, August 11, 2022

Handok hydraulic test machinery

 Quality test:

Form measuring instrument 

coil spring test machine

3D precision measuring equipment 

Brinell & Rok well Hardness tester 

Quality control for hardness

Illumination meter and metallurgical microscope

inspection for brazing with ultrasonic test

Optical Emisson spectrometer 

Tension and Yield strength test 

Form Tester 

Precision measuring for quality control 

Angle sensor tester 

Various test machinery:

Bench pump test 

Bench motor test

Gear pump test 

ERP test 

Regulator test

Pressure endurance test 

Multi test machinery 

HPV050/0102/0118 pump

H3V112DTK pump

Load sensor control valve 

H6VM55/80/107/160/250 motor

Double gear pump 

Swash plate type piston pump

Bent axis type piston pumps

H3V pump series (63/112/140/180/280)

HPV 116/145 pump series 

Tuesday, August 9, 2022

HMI+LMI+PLC related FB group

 PLC related FB group

PLC/HMI/SERVO

পিএলসি (PLC) & অটোমেশন এক্সপার্ট

Bangladesh PLC programmer & automation Engineering Group

PLC Automation BD

TECH LAB BANGLADESH


PLC Training


পি এল সি এর সাহায্যে একটি ওয়াটার পাম্পকে চালু করা।

 পি এল সি এর সাহায্যে একটি ওয়াটার পাম্পকে চালু করা। 




ব্লক ডায়াগ্রাম  



এখানে ২টি সেন্সর রয়েছে।  সেন্সর -১ এবং সেন্সর -২।   সেন্সর  ওয়াটার ট্যাংকের ভিতরে। সেন্সর -১ এর একটি টার্মিনাল চলে আসবে আই -১ এ অর্থাৎ পি এল সি মডিউলের ইনপুটে। সেন্সর -২ এর একটি টার্মিনাল চলে আসবে আই -২ তে  অর্থাৎ পি এল সি মডিউলের ইনপুটে।  এখান থেকে কিউ একটি টার্মিনাল যেখান থেকে যেটার পেজ কিউ হয়ে ঘুরে যাবে মেগনেটে।  সে (পেজ)  কি করবে? মেগনেট টাকে অন করে দিবে। আরেকটা পেজ এবং নিউট্রাল চলে যাবে ওয়াটার পাম্পে । 

ইন্টার ফেসিং চিত্র 


ইন্টার ফেসিং চিত্র 
পি এল সি ইনপুট  গুলিকে আই দ্বারা প্রকাশ করে।  আউটপুট গুলিকে কিউ  দ্বারা প্রকাশ করে। 
সেন্সর -১ ইন্টার ফেচ হয়েছে পি এল সি ইনপুট  আই -১ এর সাথে। সেন্সর -২ ইন্টার ফেচ হয়েছে পি এল সি ইনপুট আই -২ এর সাথে। কিউ-১ এ একটা পেজ চলে এসেছে। সেটি কিউ-১ হয়ে ঘুরে মেগনেটের এ -১ (A -১) এ চলে গেছে। এবং মেগনেটের এ -২ (A -২) নিউট্রোলে চলে গেছে।  মটরের জন্য সরাসরি পেজ টাকে এবং নিউট্রোল একটা সরাসরি মটরে কানেকশন করেছি। মটর কে সুইচিং করেছি মেগনেটের দ্বারা মেগনেট কে সুইচিং করেছি পি এল সি  দ্বারা। 

যখন সেন্সর -২ এর নিচে পানি থাকবে তখন সেন্সর -২ লো এবং সেন্সর-১ -লো ।  তার মানে সেন্সরের আউটপুটে কোন সিগন্যাল নাই।  যার কারনে এটাকে আমরা লো বলতে পারি।  অর্থ্যাৎ ০।  

যখন পানি দ্বারা আস্থে আস্থে সেন্সর -২ পূর্ন হবে  তখন সেন্সর -২ হাই  এবং সেন্সর -১ লো ।  তার মানে সেন্সরের আউটপুটে কোন সিগন্যাল নাই।  

যখন যখন পানি দ্বারা আস্থে আস্থে সম্পূর্ণ ট্যাংক পূর্ন হবে তখন সেন্সর -১ হাই  এবং সেন্সর -২ হাই ।  

এখন লজিক অনুযায়ী আমরা বলতে পারি যখন আমার ২টি সেন্সর লো থাকবে তখন মটর চলা শুরু করবে।  

লজিক অনুযায়ী আমরা বলতে পারি যখন আমার সেন্সর -২ হাই  এবং সেন্সর -১ লো থাকবে তখন মটর চলতে থাকবে।  তখন মটর বন্ধ হবে না। 

আর যখন ২টি সেন্সর হাই  থাকবে অর্থাৎ পানি দ্বারা পূর্ন হয়ে যাবে ট্যাঙ্কটি তখন মটর অটোমেটিকলি চলা বন্ধ হবে। অর্থাৎ মটর বন্ধ থাকবে।

এ প্রক্রিয়াটি ক্রমান্বয়ে চলতে থাকবে। 

সেন্সরের চিত্রটা একটু খেয়াল করি ১ নং কমন ২ নং  নরমালি ক্লোজ ৩ নং নরমালি ওপেন ১ নং পেজ দিলে ৩ নং অটোমেটিকলি পেজ পেয়ে যাব। ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল এ এটার আউটপুট পাব ২ আর ভার্টিকালি নিয়ে আসলে বা ১৮০ ডিগ্রি তে এটার আউটপুট পাব ৩ এ অর্থাৎ ২ তখন ০ হয়ে যাবে ৩ হয়ে যাবে হাই। অর্থাৎ ৩ তে পেজ লাইন পাব। 
I2, I1=0 then Q= 1
I2, I1=1 then Q= 0

লেডার ডায়াগ্রাম 





NPN ওয়াটার সেন্সর হওয়াতে প্রথমে ব্রেক কন্টাক্ট দিয়ে শুরু করা হয়েছে। যদি PNP সেন্সর হাত তাহলে মেক কন্টাক্ট নিতে হত। 

প্রথমে ব্র্যাক কন্টাক I -১ নিব  নিব যেটি ওয়াটার সেন্সর -২ এর জন্য। তারপর ব্র্যাক কন্টাক I -২ নিব  নিব যেটি ওয়াটার সেন্সর -১ এর জন্য। 
I -২  টাকে আগে নিয়ে আসব I -১ টাকে পরে রাখব। 
মেক রীলে নিয়ে Q -১ টা আউটপুট নিব 
পাওয়ার গুলিকে কানেক্ট করে দিব।  
যখন I -২ হাই এবং I -১ ও হাই তখন মটর বন্ধ থাকবে 
যখন I -২ লো  এবং I -১ ও লো  তখন মটর বন্ধ থাকবে (মটর হাই )
লো কন্ডিশনে থাকলে কোন সিগন্যাল পায় নাই আউটপুট । 
মটর রানিং রাখার জন্য একটি মেক কন্টাক্ট নিয়ে আউটপুট Q -১ এর সাথে লেছ করে নিব। যখন I -২ জিরো I -১  ও জিরো তখন আউটপুট হাই। এখন আউটপুট Q -১ (মটর ) চলতেছে। 

AND অপারেশনের ফাংশান হল যতগুলি ইনপুট থাকবে যখন সব গুলি হাই হবে তখনই একমাত্র  আউটপুট হাই হবে। ২টা সেন্সর যখন হাই হবে তখন আউটপুট হাই হবে। 
OR  অপারেশনে যেকোন ১ টা  ইনপুট হাই হলে আউটপুট  হাই হবে। 

একটা সেন্সর ইউজ করতে পারি যখন মটর চলবে তখন একটি বাতি জ্বলবে। আবার যখন মটর বন্ধ থাকবে তখন বাতি বন্ধ থাকবে। 

যখন Q -১ চলবে তখন আউটপুটে Q -২ বাতি জ্বলবে। এর জন্য একটি মেক কন্টাক্ট নিয়ে Q -১ এর সাথে যুক্ত করি। এবং মেক রীলে থেকে আউটপুট  হিসেবে Q -২ নিব । পয়েন্ট দুটি সংযুক্ত করি।  

আবার যখন Q -১ বন্ধ থাকবে তার জন্য একটি ব্র্যাক কন্টাক্ট নেয়া লাগবে এবং Q -১ এর সাথে যুক্ত করতে হবে।  Q -২ বন্ধ রাখার জন্য আরেকটি ব্র্যাক কন্টাক্ট নিব এবং Q -২ এর সাথে যুক্ত করে দিব। আউটপুট দেখার জন্য মেক রীলে থেকে Q -৩ নিয়ে। সব গুলি সংযুক্ত করে দিব। 


নোট : 
১. এ সি কারেন্টের যে তার দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেটি পেজ অন্যটি নিউট্রাল 
২. ডি  সি কারেন্টের (বেটারি বা সোলার ) যে তার দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেটি পজিটিভ  অন্যটি নেগেটিভ। 






Sunday, August 7, 2022

সিগন্যাল ল্যাম্প সহ মোটর বন্ধ করার প্রোগ্রামিং:

 সিগন্যাল ল্যাম্প সহ মোটর বন্ধ করার প্রোগ্রামিং :

একটি এ সি মটরকে অন অথবা অফ করব।  তার সাথে সিগন্যাল ল্যাম্প বা বাতি থাকবে বা ইন্ডিকেটর বাতি থাকবে যার সাহায্যে আমরা বুজতে পারব মটরটি চলছে বা বন্ধ আছে ।  


সিগন্যাল ল্যাম্প সহ মোটর বন্ধ করার প্রোগ্রামিং :
একটি এ সি মটরকে অন অথবা অফ করব।  তার সাথে সিগন্যাল ল্যাম্প বা বাতি থাকবে বা ইন্ডিকেটর বাতি থাকবে যার সাহায্যে আমরা বুজতে পারব মটরটি চলছে বা বন্ধ আছে ।  

প্রথমে স্টার্ট সুইচের জন্য একটা মেক কন্টাক্ট নিব I ১। তারপর স্টপ সুইচের জন্য একটা একটা ব্র্যাক  কন্টাক্ট নিব I ২। এরপর ওভারলোড রিলের (প্রোটেকসানের) জন্য আরেকটা ব্র্যাক কন্টাক্ট নিব I ৩ ।  আউটপুটের জন্য একটা রীলে কয়েল Q ১ নিব। এখন সব গুলির লাইন টেনে নিয়ে একসাথে কানেক্ট করি। 

লেসিং করার জন্য একটা মেক কন্টাক্ট নিব এবং Q ১ সিলেক্ট করে ওকে করে দিব। এ Q ১ কে  I ২ এর প্রান্তের সাথে সংযোগ করে দিব। এ ভাবে আমাদের লেছ করা হয়ে গেল। 
এরপর আমাদের কার হল মটরটা জ্বলার সাথে ২টা বাতি জ্বলবে। এ প্রোগ্রামিংয়ের জন্য একটা মেক কন্টাক্ট নিব I ১ এবং আউটপুট মোটর Q ১ সিলেক্ট করে ওকে করে দিব। এর মানি হল যখন মটর বা Q ১চলবে তখন আমার আউটপুটে একটি ইন্ডিকেটর বাতি জ্বলবে। তারপর আরেকটা রীলে কয়েল Q ২ আউটপুট নিতে হবে। এখন আমি যদি স্ট্রাট বাটন টিপ দি তাহলে আমার মটর ও চলবে সাথে একটি বাতিও জ্বলবে। 

এখন আমাদের কাজ হবে যখন আমাদের স্টপ বাটন টিপ দিব তখন আমাদের Q ১ মটর বন্ধ হবে এবং  Q ২ ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে। এবং আরেকটা বাতি জ্বলবে যেটা আমাকে বুজাবে যে মটরটা এখন বন্ধ আছে।

 এ প্রোগ্রামিংয়ের জন্য 

চতুর্থ  লাইনের কাজ : মটর কে অফ করা , Q ২ লাইটকে অফ করা, Q ৩ লাইট জ্বালানো 

চতুর্থ  লাইনের প্রথম ব্র্যাক  কন্টাক্ট ( অপ সুইচের)  এর কাজ:  মটর বন্ধ লাইট অফ :
মটর বন্ধ : একটা ব্র্যাক  কন্টাক্ট নিবো কারন হল অফ করব। এটা দিয়ে কাকে বন্ধ করব ? Q ১ কে বন্ধ করবো। তার জন্য ব্র্যাক  কন্টাক্ট এর সাথে Q ১ কে সিলেক্ট করে দিব ।

চতর্থ লাইনের দ্বিতীয়  ব্র্যাক  কন্টাক্ট এর কাজ: একটিভ পাওয়ার  Q ২ কে অফ করা  : 
লাইট অফ: সাথে সাথে কাকে অফ করতে হবে? একটিভ পাওয়ার  Q ২ কে অফ করতে হবে। 

চতর্থ লাইনের ত্রিতীয়  কাজ হল: মটর না চললে অন্য একটি লাইট জ্বলানো :
এর জন্য রীলে আউট থেকে  Q ৩ নিব।  




প্রথম লাইন :
স্টার্ট এর জন্য I ১ (মেক কন্টাক্ট) 
স্টপ এর জন্য I ২ (ব্র্যাক কন্টাক্ট) 
ওভারলোড রিলের জন্য I ৩ (মেক কন্টাক্ট) 
মটরের  জন্য Q ১ (রীলে কয়েল) 

দ্বিতীয় লাইন: 
 লেসিং  এর জন্য I ১ (মেক কন্টাক্ট)
 পুশ করলে যাতে মটর বন্ধ হয়ে না যায়।  সে জন্য লেসিং করা হয়েছে।  লেসিং এর জন্য I ১ (মেক কন্টাক্ট) এর সাথে  Q ১ (রীলে কয়েল) এর সাথে ইনপুট  করা হয়েছে। 

তৃতীয় লাইন : 
স্টার্ট সুইচ  I ১ (মেক কন্টাক্ট) 
 বাতির জন্য Q ২ (রীলে কয়েল) 
মটর চললে যেন বাতি জ্বলে তার জন্য স্টার্ট সুইচ  I ১ (মেক কন্টাক্ট) 
এর সাথে  মটর  Q ১ (রীলে কয়েল) ইনপুট নিয়ে লেসিং করা হয়েছে ।   জন্য  Q ২ (রীলে কয়েল) নেয়া হয়েছে।  

চতুর্থ লাইন :
লেসিং এর জন্য ব্র্যাক কন্টাক্ট নিব I ১।  লেসিং হবে Q ১ (রীলে কয়েল) 
লেসিং এর জন্য ব্র্যাক কন্টাক্ট নিব I ১। লেসিং হবে Q ২ (রীলে কয়েল) 
বাতির জন্য Q ৩ (রীলে কয়েল)












Saturday, August 6, 2022

পি এল সি প্রোগ্রামিং দ্বারা ইন্ডাকশন মটর চালানো

 পি এল সি  প্রোগ্রামিং দ্বারা কিভাবে ২২০ ভোল্ট ইন্ডাকশন মটর চালানো হয় 

ইন্ডাকশন মটর অন অফ সিস্টেম : শর্ত যখন স্টার্ট বাটন টিপ দিয়ে ছেড়ে দিব তখন মটর চলতে থাকবে। যতক্ষন না স্টপ বাটন টিপ দিব। ততক্ষন পর্যন্ত আমার মটর চলতে থাকবে। 

পাওয়ার সাপ্লাই : পাওয়ার সাপ্লাই ২২০ ভোল্টকে ২৪ ভোল্টে পরিনত করে।  হলুদ তার +২৪ ডি সি ভোল্ট। কালো তার গ্রাউন্ড। 

স্ট্রাট সুইচ : পাওয়ার সাপ্লাই হতে স্টার্ট সুইচে যেটি গেছে সেটি +২৪ ডি সি ভোল্ট। 

পি এল সি এর এল +:  পি এল সি এর এল + যায় +২৪ ভোল্ট ডি সি । এল + বায়েসিং করলাম।  

মেগনেটিক কন্টাক্টর : মেগনেটিক কন্টাক্টর এর এ -১ থাকে পজিটিভ কারেন্ট এবং কন্টাক্টর এ -২ নিউট্রাল থাকে   কারেন্ট । 



ল্যাডার ডায়াগ্রাম: 

১. অন বা স্টার্ট সুইচ: মেক কন্টাক্ট I -১  নিলাম। I -১ হচ্ছে আমার স্টার্ট সুইচ । সিমুলেশন এ গিয়ে I -১ কে মোমেন্টারি মেক কন্টাক্ট  করে দি। কারন এটিকে আমরা সুইচ হিসাবে দেখব। 

২. স্টপ বা অপ সুইচ: ব্র্যাককন্টাক্ট I -২ নিলাম। I -২ হচ্ছে আমার স্টপ  সুইচ । এটিকে স্টপ পুশ বাটনের মত কাজ করব।  সিমুলেশন এ গিয়ে I -২ কে মোমেন্টারি মেক কন্টাক্ট করে দি। কারন এটিকে আমরা সুইচ হিসাবে দেখব। 

৩.  মটর বা আউটপুট : রীলে কয়েল দ্বারা আউটপুট মটর Q ১ নিব। 

৪. I -১ + I -২ +Q ১ কে কানেক্ট করি। 

৫. লেসিং: লেসিং করার জন্য মেক কন্টাক্ট I -১  নিলাম। এর পর Q ১ সিলেক্ট করে দিব লেসিং করার জন্য। এখন  I -১ কে Q ১দেখাবে।  এ Q -১ I -২  এর সাথে কানেক্ট করে দিব।  পুশ বাটন টিপ দিয়ে ছেড়ে দিলে যেন মটর বন্ধ হয়ে না যায় এ শর্ত পূরণ করার জন্য লেসিং করা হয়। লেসিং করলে স্টপ বাটন টিপ না দেয়া পর্যন্ত মটর চলতে থাকবে।  

লেসিং করার পর I -১ চেপে ছেড়ে দিলে মটর চলতেই থাকবে। যথক্ষন না আমি I -২ চাপবো।  লেসিং এর Q ১ কিন্তু ভার্চুয়াল। প্রাক্টিক্যাল কাজে আমরা এটিকে দেখবনা।  এটা জাস্ট ল্যাডার ডায়াগ্রামে থাকবে। এ Q ১ তা আউটপুটের Q ১ কে লেছ করে বা ধরে রাখে। 


৬. সিমুলেশন: সিমুলেশন করে দেখব। I -১ চিপ দিয়ে ছেড়ে দিলে Q -১ (মটর ) চলছে।  I -২ চিপ দিয়ে ছেড়ে দিলে Q -১ (মটর ) বন্ধ হয়ে যাবে।  বা পুরা সিস্টেমটা বন্ধ হয়ে গেলো। 

ইচ্ছা করলে এখানে আমরা ওভারলোড রীলে হিসাবে I -৩ নিতে পারি। 

৭. ওভারলোড রীলে: ব্র্যাককন্টাক্ট I -৩ নিলাম। I -৩ হচ্ছে আমার ওভারলোড রীলে। এটিকে ফিউজের মত কাজ করব।  এটি দিলে পি এল সি এর কনো ত্রুটির কারনে মটরের ক্ষতি হবে না আবার মটরের ত্রুটির কারনে পি এল সি এর ক্ষতি হবে না।  আমরা চাইলে এ সেফটি তা ইউজ করতে পারি ওভারলোড রীলে হিসাবে। I -৩ ফিউজ।  

৮. সতর্কতা:  প্রোগ্রাম করলাম সুইচ এর আর বাস্তবে আমি  পুশ বাটন লাগলাম তা হলে আমার প্রোগ্রাম একুরেট হবে না। প্রোগামিং এ যেটা করা আছে বাস্তবে সেটাই করতে হবে।




মেকানিকাল প্রশ্ন

 লুব্রিকেন্ট এর প্রধান শত্রু সিলিকা।  কংক্রিকেটের এর প্রধান সালফার।  ইঞ্জিনে লুব্রিকেন্ট কিভাবে হয় ? এক্সকেভেটর কি দিয়ে পরিমাপ করা হয় ? ওয়েট...